যারা বেশী বেশী ঔষধ খেয়ে এবং টিকা নিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে (immunity) দুর্বল করে ফেলেন, এই ধরনের লোকেরাই সাধারণত মহামারীতে সহজে মৃত্যুর কোলে ঢলে পড়েন । আরেক শ্রেণীর লোকেরা সাধারণত মহামারীতে গণহারে মৃত্যুবরণ করে যারা চরিত্রহীন লম্পট । অবৈধভাবে যৌনমিলনের মাধ্যমে যারা নানারকমের যৌন রোগে আক্রান্ত হয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার (immunity) সর্বনাশ করে ফেলেছে । আমাদের চিকিৎসক সমাজও সাধারণত এক বস্তা ঔষধের একটি প্রেসক্রিপশান রোগীর হাতে ধরিয়ে দিয়ে তাদের দায়িত্ব সারেন । কিভাবে খাবার পরিবর্তন, ব্যায়াম, রোজা ইত্যাদির মাধ্যমে বিনাক্ষতিতে রোগমুক্ত হওয়া যায়, সেই পরামর্শ ডাক্তাররা দেন না । আবার দিলেও রোগীরা সেই পরামর্শকে পাত্তা দেন না । মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ঔষধ মাত্রই উপকারী জীবন রক্ষাকারী । কিন্তু ঔষধ যে বিষ সেই ধারণাটা চিকিৎসকদেরই সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত । এজন্য দেখা যাবে প্রেসার, ডায়াবেটিস, গ্যাসট্রিক, অনিদ্রা, চর্মরোগ, হৃদরোগ ইত্যাদির জন্য যারা বছরের পর বছর ঔষধ খেতে থাকেন, তারাই সাধারণত ডেঙ্গু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, করোনা ইত্যাদি মহামারীতে বেশী আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন । আর যারা ঔষধ খেয়ে রোগমুক্ত হতে চান, তাদের উচিত হোমিও ঔষধ খাওয়া । কেননা হোমিও ঔষধের ক্ষতিকর পার্শ্ব-প্রতিক্রিয়া খুবই কম এবং অধিকাংশ ক্ষেত্রে তাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity) দুর্বল না হয়ে বরং আরো শক্তিশালী হয় ।
Text and image Source: Bashir Mahmud Ellias